জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল কাল সোমবার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম জানান, সকাল ১০ টায় মিলাদ শরীফের মাধ্যমে মাহফিল শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলবে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করবেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী।
নসিহত পেশ করবেন, ইছামতি কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও আরব আমিরাতে সাবেক বিচারপতি আল্লামা হবিবুর রহমান ছাহেব, মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুমাম উদ্দিন চৌধুরী ফুলতলী, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশাহিদ আহমদ কামালী, প্রভাষক মাওলানা ফারুক আহমদসহ উলামা মাশায়েখবৃন্দ।
মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম জনতার উপস্থিত কামনা করেছেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম।
Leave a Reply