জকিগঞ্জ টুডে ডেস্ক:: ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফতি আবুল কাসিম নুমানী বলেছেন, তথ্য প্রযুক্তি আজকের দিনে মানুষের অনিবার্য অনুষঙ্গ। এর অপব্যবহার হচ্ছে সর্বত্র। এই অপব্যহারে ইহকালীন ও পরকালীন ক্ষতির কারণ হয়ে দাড়িঁয়েছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। ইসলামী বিধি-নিষেধ মেনে চলা প্রতিটি মুসলমানের কর্তব্য। এ ক্ষেত্রে দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারের কোনো বিকল্প নেই।
খলীফায়ে মাদানী আল্লামা আব্দুল গাফফার শায়খে মামরখানী (রহ.) এর পূণ্য স্মৃতি বিজড়িত জামেয়া ইসলামিয়া ফয়জে আম মুনশীবাজার মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদ্রাসার নায়বে মুহতামিম মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতি আব্দুল মুনতাকিমের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বয়ান পেশ করেন মুফাসসিরে কুরআন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ, শায়খুল হাদীস আল্লামা আহমদ আলী, হযরত মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মুফতি মুজিবুর রহমান চাঁদপুরী, শায়খুল হাদীস মাওলানা মুফতি জুনাইদ কাসেমী, হাফিজ মাওলানা আব্দুর রহিম আল মাদানী, মাওলানা নজমুদ্দিন ক্বাসেমী ও মাওলানা মুফতি আবুল হাসান।
এছাড়া বিশেষ আর্কষণ হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সেবা সংস্থা আল-খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাম ক্বাসীম, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
মাহফিলে সভাপতিত্ব করেন জামেয়া ইসলামিয়া ফয়জে আম মুনশীবাজার মাদ্রাসার মুহতামীম শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী।
মুনশীবাজার মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলনে বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন। সে অনুযায়ী মাদ্রাসার পক্ষ থেকে নেয়া হয় ব্যাপক প্রস্তুতি। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হেলিকপ্টার যোগে মাহফিলে যোগ দেন।
Leave a Reply