জকিগঞ্জ টুডে ডেস্ক:: হাফিজ মজুমদার বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান রবিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল হকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মামুনুর রশিদ স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ঢাকা উত্তর সিটির কাউন্সিলর ফয়জুল মুনির চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাফিয মজুমদার বিদ্যানিকেতনের সভাপতি আফজাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, কসকনকপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ফয়েজ আহমদ, কসকনকপুর ইউপি সদস্য বদরুল হাছান, শিক্ষক মোহাম্মদ কিবরিয়াসহ অভিভাবক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ বক্তব্যে রাখেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণীর ছাত্র রায়হান আহমদ ও গীতা পাঠ করেন দশম শ্রেণীর ছাত্রী জয়ন্তী বালা বিশ্বাস। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল মুনির চৌধুরী বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করার প্রয়োজন আছে। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্যকে সুস্থ্য সুন্দর ও সবল রাখতে খেলাধুলা অপরিহার্য্য। যেকোন খেলাধুলায় মানুষের শরীর ও মনকে সুস্থ্য সবল রাখে। প্রত্যেক শিক্ষার্থীর উচিত লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা। কেবল সুস্থ্য শরীরই পারে সুস্থ্য সুন্দর জীবন গড়তে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ বলেন খেলাধুলার মাধ্যমে মন মানসিকতা ভালো থাকে। ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর উচিত লেখাপড়ার ফাকে ফাকে খেলাধুলা করা। খেলাধুলার করলে শরীর, মন দুটোই ভালো থাকে। খেলাধুলার মাধ্যমে নিজের এলাকাকে জাতীয়ভাবে পরিচিত করা সম্ভব। খেলাধুলার কারণে বিশ্বের বুকে বাংলাদেশ আজ খুব বেশী পরিচিতি লাভ করেছে।
Leave a Reply