জকিগঞ্জ এসোসিয়েশনের “সাধারণ জ্ঞাঁন” প্রতিযোগিতার ফলাফল

নিজস্ব প্রতিবেদক:: জকিগঞ্জ এসোসিয়েশনের উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ২০১৭র  ফলাফল প্রকাশিত হয়েছে।

১৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে জকিগঞ্জ এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয় এ ফলাফল প্রকাশ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ এসোসিয়েশনের সভাপতি মাওলানা মো. আব্দুল বাছিত চৌধুরী, কোষাধ্যক্ষ মাওলানা মো. ফদ্বলুর রহমান, যুগ্ম কোষাধ্যক্ষ মাওলানা মো. ইমাদ উদ্দিন, যুগ্ম কোষাধ্যক্ষ মাওলানা মো. কুতবুল আলম, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন, জকিগঞ্জ ভিউ টুয়েন্টিফোর ডটকমর মো. আব্দুল মুকিত, জকিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. সালাহ উদ্দিন, বাংলাদেশ পুস্তক বিক্রেতা সমিতি জকিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী মো. শাহীন আহমদ তাপাদার, ছাত্রদল নেতা আব্দুছ ছালাম, ন্যাশনাল সার্ভিসের বাবুল আহমদ চৌধুরী, কাওছার আহমদ প্রমুখ।

ফলাফল সর্বোচ্চ নম্বরধারীদের মধ্যে লটারীর মাধ্যমে বিজয়ীদের নির্বাচিত করা হয়।

ফলাফল:

প্রথম বিজয়ী: সাজিদ মাহবুব চৌধুরী, দারুন নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা, ঢাকা, দ্বিতীয় বিজয়ী: মোহাম্মদ আমিমুল ইহসান তাপাদার, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা, তৃতীয় বিজয়ী: আবু সাইদ মো: আশিক, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা, চতুর্থ বিজয়ী: মো: ফাইজ মাহমুদ রাইয়ান, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা, পঞ্চম বিজয়ী: সারিকা আক্তার পুষ্পা, গোল্ডেন একাডেমী, বাবুরবাজার, ষষ্ঠ বিজয়ী: মোহাম্মদ শাহজাহান খান, শিক্ষক-হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ, সপ্তম বিজয়ী: মো: আব্দুশ শহীদ লোকমান, ইছাপুর ইব: মাদ্রাসা, অষ্টম বিজয়ী: মো: আকমল হুসাইন, আল কুরআন মেমোরাইজিং সেন্টার, ফুলতলী, নবম বিজয়ী: সৈয়দা সিদ্দিকা বেগম, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসা, দশম বিজয়ী: মোহাম্মদ জসিম উদ্দিন, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা। এছাড়া বিশেষ বিজয়ীরা হচ্ছেন- * ইমরান আহমদ, থানাবাজার দাখিল মাদ্রাসা * ফাতেমা বেগম, বেউর বালিকা দাখিল মাদ্রাসা * কামরুল ইসলাম, সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন * মো: খালেদুর রহমান, ফুলতলী ইসলামিক কিন্ডারগার্টেন *জাবেদ আহমদ, গোলাম মোস্তফা চৌধুরী একাডেমী * হাফিজুর রহমান আল হুসাম, গধাদর সরকারি প্রাথমিক বিদ্যালয়, * হাবিবুর রহমান জাব্বির, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা *আমিনুর রহমান ইয়াহইয়া, এমসি কলেজ সিলেট * মো: আলিম উদ্দিন, বাবহুবল অনার্স কলেজ, হবিগঞ্জ * সৈয়দা মাজহামিন বেগম, জকিগঞ্জ সরকারি কলেজ * আব্দুল হাই আল মামুন, সোনাসপুর ম. উ দাখিল মাদ্রাসা * সুপ্রজিত বিশ্বাস, কানাইঘাট সরকারি কলেজ * জাহেদা আক্তার, থানাবাজার দাখিল মাদ্রাসা * মো: কামরান হুসেন, থানাবাজার হিফজুল কুরআন মাদ্রাসা * হাফিজা আক্তার, হাজী তৈয়ব আলী বালিকা দাখিল মাদ্রাসা * মাহবুব হোসাইন ওলীদ, শিক্ষক- মাইজকান্দির সরকারি প্রাথমিক বিদ্যালয় * তানজিনা আক্তার তামান্না, ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় * আব্দুর রব জাকারিয়া, এমসি কলেজ, সিলেট * জলি রানী বিশ্বাস, জকিগঞ্জ সরকারি কলেজ * আহমদ আল ফাহিম, দুপড়ির পার সরকারি প্রাথমিক বিদ্যালয় * মিফতাহ উদ্দিন, হলিয়ারপার জামেয়া কাদিরিয়া সুন্নী মাদ্রাসা * তাহেরা জান্নাত তাসনিম, আর ইহসান একাডেমী * সিমা বেগম, হাফসা মজুমদার মহিলা কলেজ * মো: আব্দুল্লাহ, লতিফিয়া এতিমখানা, ফুলতলী * মুহসিনা আক্তার সুমী, গুরুসদয় স্কুল এন্ড কলেজ * আহমদ আল মারুফ, শাহ শাহাব উদ্দিন রহ. হাফিজিয়া মাদ্রাসা * শিব্বির আহমদ, বরকতপুর মান্নানিয়া দাখিল মাদ্রাসা * হাবিবুর রহমান মাশহুদ, জামেয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর * জাফরুল ইসলাম, জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় * মোছা: ফরিদা আক্তার, গৃহিনী, খাদিমান, * হাফিজ বুরহান উদ্দিন, বড় পাথর মাদ্রাসা * সাবিনা আক্তার, হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় * মো: আল আমিন, গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজ * রাদ্বিয়া রহমান মান্না, জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় * মাহদিয়া জান্নাত হেপি, জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় * তারেক আহমদ, নবীগঞ্জ দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা * শামস উদ্দিন আহমদ, মর্নিং সান ইসলামিক একাডেমী, কানাইঘাট * শফিকুর রহমান, শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা * মাহবুবা জান্নাহ, শিক্ষক- থানাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় * মো: আব্দুল হালিম, জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় * মো: মিজানুর রহমান, ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় * নাজমুস সাকিব, সড়কের বাজার উচ্চ বিদ্যালয়, * তাহিয়া রহমান তাসনিম, জকিগঞ্জ আইডিয়াল কেজি স্কুল * জামিউল ইসলাম জামি, হাবিবিয়া প্রি ক্যাডেট স্কুল * সাহেদ আহমদ, জকিগহ্জ সরকারি কলেজ * মরিয়ম আক্তার ইমা, খলাছড়া ইবতেদায়ী মাদ্রাসা * মো: রিদওয়ান আহমদ, জকিগঞ্জ কিন্ডারগার্টেন * শায়মীন আক্তার, জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় * খুরশিদা তাবাস্সুম বুশরা, হাজী তৈয়ব আলী বালিকা দাখিল মাদ্রাসা * গোলাম কিবরিয়া, জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

১৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসায় পুরষ্কার বিতরণী ও মীলাদুন্নবী মাহফিলে বিজয়ীদের পুরষ্কার ও সম্মাননা প্রদান করা হবে। সকল বিজয়ী ও সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর