নিজস্ব প্রতিবেদক:: মহান বিজয় দিবস উপলক্ষ্যে জকিগঞ্জ টুডে টোয়েন্টিফোর ডটকমের পাঠকদেরকে শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক আল হাছিব তাপাদার ও ব্যবস্থাপনা সম্পাদক ওমর ফারুক।
শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে, অপরিসীম ত্যাগে আমরা বাঙালী জাতি একটি পতাকা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ পেয়েছি। এটা বাঙালী জাতির জন্য গৌরবের। বাংলাদেশের ইতিহাসে মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগ ও বীরত্ব গাঁথা চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা এবং শ্রেণি বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গঠনই ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। বাঙালি জাতি যত দিন বেঁচে থাকবে, মুক্তিযুদ্ধ নিয়ে গৌরব করবে, অহংকার করবে।
Leave a Reply