নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেটের জকিগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের জায়গার ওপর থেকে সরকারি গাছ কেটে নেয়ার সময় পৌরসভার কাউন্সিলর ট্রলিসহ গাছ আটক করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে জকিগঞ্জ-সিলেট সড়কের জকিগঞ্জ পৌর এলাকার মাইজকান্দি আনসার ভিডিবি অফিসের সামনে থেকে বৃহৎ একটি বেলজিয়াম গাছ কেটে নেওয়ার সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমাল আহমদ একটি ট্রলিসহ গাছের টুকরো আটক করে পৌরসভা অফিসে নিয়ে যান। কাউন্সিলর জানান, গত কয়েকদিন ধরে গোপনে সড়কের পাশের সরকারি বড় বড় গাছ একটি চোরচক্র কেটে নিয়ে যাচ্ছে। শনিবার ভোররাতে তিনি খবর পান মাইজকান্দি আনসার ভিডিবি অফিসের সামনে থেকে বৃহৎ একটি বেলজিয়াম গাছ কেটে নিয়ে যাচ্ছে মাইজকান্দি গ্রামের আবুল কালাম কালন মিয়ার ছেলে হাদি আহমদ (২৪), তার ভাই সাদিক আহমদ (২২) এবং অপর ভাই ছাত্রদল কর্মী আশরাফুজ্জামান রাদি (২০)। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে একটি ট্রলিসহ গাছের টুকরোগুলো আটক করে পৌরসভায় নিয়ে যান।
সরকারি গাছ কর্তনের ব্যাপারে ছাত্রদল কর্মী আশরাফুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে সে জানায়, ইলাবাজ গ্রামের দেলোয়ার হোসেন গাছগুলো লিজ এনেছেন উল্লেখ করে তাদের কাছে বিক্রি করেছেন। তবে এ সংক্রান্ত কোন কাগজপত্র সে দেখাতে পারেনি। এ নিয়ে ইজারাদার দেলোয়ার হোসেনের মুঠোফনে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা তাসলিম ও সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্তের সঙ্গে এ নিয়ে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, সরকারি গাছ চুরির কারণে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, সরকারি গাছ যারা চুরি করে কেটেছে তাদের নাম ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। গাছসহ ট্রলি পুলিশ জব্দ করেছে।
বস্তুনিষ্ঠ সংবাদ জানতে এই পেইজে লাইক দিয়ে রাখুন।
বস্তুনিষ্ঠ সংবাদ জানতে এই পেইজে লাইক দিয়ে রাখুন।
Leave a Reply