নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেটের জকিগঞ্জে সুপারী গাছ ওপরে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু সুলতানপুর ইউপির ইলাবাজ গ্রামের আব্দুল হান্নানের ছেলে রবিউল হাসান রহিম (৬)। সে পাঠানচক সরকারি প্রাথমি বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র। ঘটনাটি শনিবার দুপুরের দিকে তার বাড়িতে ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিশু রহিমের বাবা আব্দুল হান্নান বাড়িতে সুপারী গাছ কাটার সময় ‘অসাবধানবশত’ গাছের কিছু অংশ শিশুটির ওপরে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার এসআই মো. জাহেদ হোসেন জানান, খবর পেয়ে তিনি সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।
Leave a Reply