নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আশা কালিগঞ্জ শাখার উদ্যোগে সোমবার ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশার সিলেট জেলার ম্যানেজার তৌফিক উদ্দীন আহমদ।
প্রধান অতিথির বক্তব্য দেন কসকনকপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস ছাত্তার মঈন, আশা গোলাপগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ম্যানেজার মৃনালকান্তি চৌধুরী, কালিগঞ্জ অফিসের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আব্দুস শহীদ চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, ইউপি সচিব আব্দুস ছাত্তার, মানিকপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিন নারী সদস্য আছমা আক্তার, আশা কালিগঞ্জের হেল্থ সেন্টার ইনচার্জ মো. পারভেজ আহমেদ, স্কয়ার এর প্রতিনিধি আলী হাসান, ড্রাগ প্রতিনিধি সবুজ আহমদ প্রমূখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে দুই শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও সল্পমূল্যে ঔষধ প্রদান করা হয়।
Leave a Reply