নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জের সোনাসার রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালে লন্ডনের ক্রয়ডন বারার মেয়র শেরওয়ান চৌধুরী সংবর্ধিত হয়েছেন। সোমবার বিকেলে রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালের একটি কক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে সংবর্ধনা প্রদান করে। এ সময় ক্রয়ডন বারার মেয়র শেরওয়ান চৌধুরীর কনস্যুলেট ও জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সমাজসেবী আব্দুস সাত্তার মঈন, জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদ আহমদ, প্রচার সম্পাদক কামরুল ইসলামসহ এলাকার অনেকজন বক্তব্য দেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে লন্ডনের ক্রয়ডন বারার মেয়র শেরওয়ান চৌধুরী বলেন, তিনি জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে সোনাসার রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালে সরঞ্জাম দিয়ে সহযোগীতা করার চেষ্ঠা করবেন। প্রতিষ্ঠার পর সীমান্তঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় এ হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। হাসপাতালকে ঠিকিয়ে রাখতে সবার আন্তরিক হওয়া প্রয়োজন।
Leave a Reply