নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেটের জকিগঞ্জের ফুলতলী ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৪তম ঈসালে সাওয়াব মাহফিল। মাহফিলে দেশের বিভিন্নস্থান থেকে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর লাখো ভক্ত মুরিদীন, অনুসারীগণ এসে সমবেত হয়েছেন বালাই হাওরে। লোকে লোকারণ্য এ মাহফিলে শনিবার সন্ধ্যা পরে হঠাৎ করে অজ্ঞাত ৫০ বছর একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অজ্ঞানবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠিয়েছেন।
জকিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী জকিগঞ্জ টুডেকে জানিয়েছেন সন্ধ্যা পরে প্রায় ৫০ বছর বয়সী একজন ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ঐ ব্যক্তি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। তার ঠিকানা কেউ বলতে পারেননি। ধারণা করা হচ্ছে সুনামগঞ্জের দিরাই এলাকার বাসিন্দা তিনি। প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ফুলতলী ছাহেব বাড়ির একাধিকজনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
Leave a Reply