নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়েরকৃত মামলায় সাদিকুর রহমান নামের একজনকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। রোববার গভীর রাতে পুলিশ উপজেলার বারহাল ইউনিয়নের নিজগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম। গ্রেফতারকৃত সাদিকুর রহমান (২৫) বারহাল ইউপির নিজগ্রামের খলিলুর রহমান খলকুর ছেলে। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানাগেছে, গত বছর হেফাজতের আন্দোলনের সময় উপজেলার শাহগলী বাজারে সরকার বিরোধীরা মিছিল করে নাশকতা সৃষ্টির চেষ্ঠা করার ঘটনায় জকিগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এ মামলায় সাদিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। সে শিবির সমর্থক বলে জানাগেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজীসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। জকিগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃত সাদিকুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতার সৃষ্টির ঘটনায় যারাই জড়িত আছেন সবাইকে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply