নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে::
সিলেটের জকিগঞ্জে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো পৌর এলাকার মাইজকান্দি গ্রামের মৃত আব্দুর রকিবের ছেলে আলম আহমদ (৪০) ও জকিগঞ্জ ইউপির বাখরশাল গ্রামের মৃত নজরুল ইসলাম বেবুলের ছেলে আবু আশরাফ (২৪)।
সোমবার রাতে জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেমের নির্দেশনায় এএসআই মোখলেসুর রহমান ও এএসআই সফিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করেন।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply