নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: কঠোর লকডাউনে সরকারের বিধিনিষেধ অমান্য করার অভিযোগে জকিগঞ্জের বিভিন্ন হাটবাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত জকিগঞ্জের ভরন, থানাবাজার, বাবুর বাজার, কামালগঞ্জ, শরিফগঞ্জ, সোনাসার, ইনামতি বাজার, কালিগঞ্জ বাজার, আটগ্রাম ও রতনগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস। এ সময় তাঁকে সহায়তা করেন জকিগঞ্জ থানা পুলিশের ওসি তদন্ত সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশ ও বিজিবি।
অভিযানে হোটেলসহ বিভিন্ন দোকানে মোট ৬ টি মামলা দিয়ে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস বলেন, কালিগঞ্জ বাজারে সরকারের বিধি-নিষেধ অমান্য করে একটি রেস্টুরেন্ট ভেতরে বসে লোকজন খাওয়াচ্ছিলেন এমন একটি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও অনান্য আরও ৫টি দোকানে বিধিনিষেধ অমান্য করার দায়ে আরও সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সংক্রমণ রোধে প্রশাসন আরও কঠোর অভিযান পরিচালনা করবে বলে তিনি জানান।
Leave a Reply