নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী, বিএনপি, জাতীয় পার্টিসহ ৫ মেয়র প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচনে মোট ভোট পড়েছে ৯ হাজার ৮৪০টি। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন (নৌকা) পেয়েছেন মাত্র ৬৫৯টি ভোট। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইকবাল আহমেদ তাপাদার (ধানের শীষ) পেয়েছেন ৬০৭ ভোট। জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মালেক ফারুক (লাঙ্গল) ৭৫৯ ভোট, স্বতন্ত্রপ্রার্থী জাফরুল ইসলাম (হ্যাঙ্গার) ১১৫৭ ভোট, বিএনপি বিদ্রোহী প্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হিরা (চামচ) ১৮৫ ভোট পান।
নির্বাচনী বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী মোট প্রয়োগ ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট অর্জন করতে না পারেন, তাহলে সেই প্রার্থী জামানত ফিরে পাওয়ার যোগ্যতা হারাবেন। সে হিসেবে জামানত রক্ষা করতে পরাজিত প্রার্থীদের ১২শ ১৭টি করে ভোট পাওয়া দরকার ছিলো। তবে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ (জগ) প্রতীকে ২০৮১ ভোট পেয়ে দুই ভোটের ব্যবধানে হার মানতে হয়। স্বতন্ত্রভাবে পৌর আল ইসলাহর সভাপতি হিফজুর রহমান (মোবাইল) ১৯৮৫ ভোট পান।
Leave a Reply