নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মাত্র ২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ। বিজয়ী আব্দুল আহাদ পেয়েছেন ২০৮৩ ভোট ও পরাজিত প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ ২০৮১ ভোট। শনিবার রাতে প্রাথমিকভাবে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা শাদমান সাকীব এ ফলাফল ঘোষণা করেন। তবে ফারুক আহমদ নির্বাচনে ভোট পুন:গণনার দাবী জানিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। জকিগঞ্জ পৌরসভার ৪, ৬ ও ৯ ওয়ার্ডে ভোট কারচুপির অভিযোগ এনে পুন:গণনার দাবী জানিয়েছেন।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার বর্তমান মেয়র বীরমুক্তিযোদ্ধা খলিল উদ্দিন (নৌকা) ৬৫৯ ভোট, বিএনপির মনোনীত মেয়র প্রার্থী পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র ইকবাল আহমদ তাপাদার (ধানের শীষ) ৬০৭ ভোট, স্বতন্ত্রভাবে পৌর আল ইসলাহর সভাপতি হিফজুর রহমান (মোবাইল) ১৯৮৫ ভোট, জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী হয়েছেন পৌর জাপার সভাপতি সাবেক মেয়র আব্দুল মালেক ফারুক (লাঙল) ৭৫৯ ভোট, বিএনপি বিদ্রোহী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা (চামচ) ১৮৫ ভোট পান।
সহকারী রির্টানিং কর্মকর্তা শাদমান সাকীব জানিয়েছেন, ফারুক আহমদ কয়েকটি ভোট সেন্টারে ভোট পুন:গণনার দাবী জানিয়ে রির্টানিং কর্মকর্তার বরাবরে লিখিত দাবী জানিয়েছেন। এখনো কোন সিদ্ধান্ত হয়নি। পুন:গণনা বিষয়ে রির্টানিং কর্মকর্তা চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।
Leave a Reply