নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বর্তমান মেয়র বীরমুক্তিযোদ্ধা খলিল উদ্দিনের নৌকা মার্কার সমর্থনে রবিবার জকিগঞ্জ শহরে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। বিকেলের দিকে নৌকার প্রার্থী খলিল উদ্দিনকে সাথে নিয়ে তিনি শহরে ভোট প্রার্থনা করেন। এ সময় উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা ছিলেন।
সন্ধ্যা পরে পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল গণির সভাপতিত্বে ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, জনগনের কল্যাণে কাজ করতে জননেত্রী শেখ হাসিনা অঙ্গীকারবদ্ধ। আওয়ামীলীগ জিতলে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। জকিগঞ্জকে এগিয়ে নিতে ৩০ জানুয়ারী নৌকা মার্কাকে বিজয়ী করুন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ভেদাভেদ ভুলে নৌকার প্রার্থীর পক্ষে একযোগে কাজ করুন। নৌকা যেন না হারে। প্রার্থী যেই হোক নৌকা মার্কার স্বার্থে দল মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জকিগঞ্জ এলাকা আওয়ামী লীগের ঘাটি তা ভোটের মাধ্যমে প্রমান করুন। পৌরবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, নৌকা মার্কাকে বিজয়ী করলে এলাকায় অকল্পনীয় উন্নয়ন হয়। বিগত ১২ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতা রক্ষায় সবাই ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কাকে বিজয়ী করুন। নৌকার জোয়ার উঠেছে। ব্যালটের মাধ্যমে বিপুল ভোটে নৌকা বিজয়ী হবে। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক বুরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইকবাল আহমদ চৌধুরী একল, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, সাংগঠনিক সম্পাদক মারুফ বখতিয়ার চৌধুরী খুররম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত চৌধুরী কিবরিয়া, শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল করিম, তথ্য ও গবেষণা সম্পাদক আজমল হোসেন, জেলা যুবলীগ নেতা নুরুল ইসলাম সুহেল, উপজেলা যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, পৌরসভা ছাত্রলীগ সভাপতি নুরুল আমিনসহ বিপুল সংখ্যাক নেতাকর্মী ও সমর্থকরা ছিলেন।
Leave a Reply