নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: মুক্তিযুদ্ধের ৪নং সেক্টর কমান্ডার বীরউত্তম অব. মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্তের প্রয়ানে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্ঠান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ছাত্রযুব ঐক্য পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গতকাল বিকাল ৩টায় জকিগঞ্জ কেন্দ্রীয় মন্দিরে শোক ও প্রার্থনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি বিভাকর দেশমূখ্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, বাবুল চন্দ্র নাথ, জ্যোতিষ চন্দ্র পাল, রাশ বিহারী বিশ্বাস, শুভ্রকান্দিদাস চন্দন, সুমীত রায়, সুজন দে, বিকাশ চন্দ, সুদর্শন বিশ্বাস, সিতেশ দাস, কর্ণময় দাস, দিলিমোহন রায়, শিপুল বিশ্বাস।
Leave a Reply