নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জের আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে বাবুর বাজার বণিক সমিতির উদ্যোগে বাবুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। বণিক সমিতির সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাসুম আহমদের পরিচালনায় আইন শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জকিগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে। মাদকের সাথে পুলিশ কখনো আপোষ করিনা। মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির দুশমন। মাদকের পেছনে যারা যোগানদাতা তাদেরকেও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। মাদকমুক্ত জকিগঞ্জ গড়তে সবাই পুলিশকে সহযোগীতা করা করুন। সকলের আন্তরিক সহযোগীতায় জকিগঞ্জ মাদক মুক্ত করা সম্ভব হবে। তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবসময় সর্তক অবস্থানে রয়েছে। বাবুর বাজারের সাপ্তাহিক দুটি হাট বাজার দিনে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবে বলে তিনি আশ্বাস দেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কুতুব উদ্দিন, সুলতানপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুস সাত্তার, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মঈন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা নোমানুর রশিদ, সাংবাদিক আল হাছিব তাপাদার, বণিক সমিতির উপদেষ্ঠা আতাউর রহমান খাঁন, ইউপি সদস্য আজির উদ্দিন লোকন, ব্যবসায়ী বাবুল চন্দ্র নাথ, উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক আব্দুল আহাদ। স্বাগত বক্তব্য রাখেন বণিক সমিতির সাধারণ সম্পাদক ওলিউর রহমান ও পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা খসরুজ্জামান।
Leave a Reply