নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জকিগঞ্জের কালিগঞ্জে নূর শ্রমজীবি সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষ বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শনিবার কালিগঞ্জ বাজারস্থ নূর শ্রমজীবি সমবায় সমিতির কার্যালয়ে সমিতির নির্বাহী পরিচালক শেখ আবু তুহিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা এটিএম হামিদের পরিচালনায় এ কর্মসূচিগুলো পালিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল আমিন সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাবেল মো. রেজা, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বাবর হোসাইন চৌধুরী, সমাজসেবা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফ আহমদ রাহাত প্রমূখ।
আলোচনা সভা শেষে শতাধিক লোকজনের মধ্যে নূর শ্রমজীবি সমবায় সমিতির পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
Leave a Reply