নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জের সোনার বাংলা বহুমূখী সমবায় সমিতির উদ্যোগে শতাধিক অসহায় পরিবারকে ঈদ উপহার দেয়া হয়েছে।
শুক্রবার বেলা ২টার দিকে সোনার বাংলা হলরুমে সমিতির সভাপতি জাফরুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ উপহার বিতরণ করা হয়। সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালিক মাহতাবের সঞ্চালনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, যুবলীগ নেতা জালাল খাঁন প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রায় শতাধিক অসহায় লোকজনকে ঈদসামগ্রী তুলে দেন অতিথিরা।
Leave a Reply