নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জে এক প্রবাসীর ঘরে চুরি করে বসতঘর জ্বালিয়ে দিয়েছে অজ্ঞাতরা। ঘটনাটি রবিবার রাতে সুলতানপুর ইউনিয়নের এলংজুরি গ্রামের সৌদি প্রবাসী আলিম উদ্দিনের বসতঘরে ঘটেছে। এ ঘটনায় জকিগঞ্জ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর মা ছালেমা বেগম। সোমবার জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, সৌদি প্রবাসী আলিম উদ্দিনের পরিবার সিলেটে বসবাস করেন। গ্রামের বসতঘরে ধান, সুপারী, বিছানাপত্র, ফার্ণিচার সামগ্রীসহ নির্মানাধীণ ঘরের দরজা-জানালার কাঠ রেখে ঘর তালাবদ্ধ করে তারা সিলেটে চলে যান। রবিবার রাতে অজ্ঞাতরা বসতঘর চুরি করে জ্বালিয়ে দিয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর পর ঘরের থাকা কিছু মালামালের আলামত পাওয়া যায়নি। আগুনে পুড়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।
অভিযোগকারী ছালেমা বেগম জানান, বসতঘরে বৈদ্যুতিক লাইন কিংবা সৌর বিদ্যুতের সংযোগ নেই। ঘর পুড়ে যাবার পর ঘরের মধ্যে থাকা জিনিসপত্রের পুড়া আলামত পাওয়ার কথা থাকলেও ঘরে রক্ষিত ৬ বস্তা ধান ও ৫ বস্তা সুপারী পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে অজ্ঞাতরা ঘরে চুরি করে জ্বালিয়ে দিয়েছে। আসামীদের সনাক্তপূর্বক গ্রেফতার করতে তিনি পুলিশের প্রতি জোর দাবী জানিয়েছেন।
এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জকিগঞ্জ আই টিভিকে বলেন, পুলিশ জড়িতদের সনাক্ত করতে কাজ করে যাচ্ছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply