নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পালের মোবাইল ব্যাংকিং ও স্টেশনারী দোকানে চুরি সংগঠিত হয়েছে।
রবিবার রাতে পৌরশহরের জননী এন্টার প্রাইজে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের আসামী করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন শ্রীকান্ত পাল।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, শ্রীকান্ত পালের জননী এন্টার প্রাইজ দোকান ঘরের চালের টিন খুলে ছাদ ভেঙ্গে দোকানে ঢুকে নগদ ৪০ হাজার টাকা, ৪টি মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আসামীদেরকে দ্রæত গ্রেফতারের আশ্বাস দিয়েছে।
এদিকে কর্মরত সাংবাদিকরা এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন, লুন্ঠিত মালামাল উদ্ধারসহ জড়িতদের দ্রæত গ্রেফতার করতে হবে।
Leave a Reply