নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জের বাবুর বাজারে বেপরোয়া গতিতে চালিয়ে বাস দুর্ঘটনার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী বাস চালক উস্তার আলী (৫৭)কে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় জকিগঞ্জ থানা পুলিশের এসআই জহির উদ্দিন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সে বিয়ানীবাজার উপজেলার টিকরপাড়া গ্রামের মৃত কুতুব আলীর ছেলে।
জকিগঞ্জ থানার ওসি তদন্ত সুশংকর পাল জানান, প্রায় মাসখানেক আগে সিলেট থেকে জকিগঞ্জগামী সিলেট জ-১১০৪৫২ যাত্রীবাহী বাস বাবুর বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে জকিগঞ্জ ইউনিয়নের হাইল ইসলামপুর গ্রামের সাবুদ্দিনের স্ত্রী নাসিমা আক্তার (২২), তার শিশুকন্যা রুহেনা বেগম (২), মানিকপুর গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী নুরজাহান বেগম (৫০) নিহত হন। আহত হন অন্তত ২৫ জন যাত্রী। এ ঘটনায় পুলিশ গাড়ী চালক উস্তার আলীকে প্রধান আসামী করে মামলা দায়ের করে।
Leave a Reply