নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জে বেশ কয়েকটি ভূয়া ফেসবুক আইডির ব্যবহারকারীর বিরুদ্ধে জকিগঞ্জ থানায় জিডি করেছেন আইডিয়াল স্পোর্টস একাডেমীর সভাপতির সুহেল আহমদ বাবুর্চি।
জিডিতে তিনি উল্লেখ করেন, ঘেছুয়া গ্রামের মৃত মুছব্বির আলীর ছেলে জাহাঙ্গীর আহমদ (২৬) একাধিক ভূয়া নামে বেশ কয়েকটি ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্নজনের বিরুদ্ধে বেশ কয়েকদিন থেকে অপপ্রচার করে আসছেন। পরে এই আইডিগুলোর ব্যবহারকারী হিসেবে তাকে চিনতে পেরে অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়। এতে থেমে থাকেনি ভূয়া আইডিগুলোতে আপত্তিকর লেখালেখি। পরে আইডি ব্যবহারকালীন সময়ে জাহাঙ্গীরের মোবাইল জব্দ করে জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply