নিজস্ব প্রতিবেদক:: জকিগঞ্জ প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা রবিবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শ্রীকান্ত পালের পরিচালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাব সহ-সভাপতি এখলাছুর রহমান, এম. আব্দুল্লাহ আল মামুন, এনামুল হক মুন্না, আল হাছিব তাপাদার, কেএম মামুন, মোরশেদ আলম লস্কর প্রমূখ।
বিশেষ সভায় প্রেসক্লাবের নতুন কমিটি গঠনকে সামনে রেখে গঠনতন্ত্র সংশোধন করার জন্য একটি উপ-কমিটি ও প্রেসক্লাব ভবনের ২য় তলায় কনফারেন্স হল নির্মাণের জন্য আরেকটি উপ-কমিটি গঠন হয়।
বিশেষ সাধারণ সভায় প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী ও সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল জানান, চলতি বছরের ১০ আগষ্ট প্রেসক্লাবের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। এ কারণে আগামী ২৯ সেপ্টেম্বর সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। সভা শেষে নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন।
Leave a Reply