জকিগঞ্জ টুডে ডেস্ক:: প্রতিবারের মত এবার আর বর্ষা মৌসুম জকিগঞ্জের গঙ্গাজলে এম জাকির হুসেইন হিফযুল ক্বোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছেনা। এ বছরের প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্টান শুক্ন মৌসুমে সম্পন্ন করার উদ্যোগ নিয়েছেন আয়োজক কমিটির দায়িত্বশীলরা।
সম্প্রতি সময়ে এম জাকির হুসেইন হিফযুল ক্বোরআন প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সভাপতি আলহাজ্ব হাফিজ আনহারুল আলম ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান মাসরুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে তাঁরা বলেন, শিল্পপতি এম জাকির হুসেইনের অর্থায়নে ও সার্বিক সহযোগিতায় পরিচালিত হিফযুল ক্বোরআন প্রতিযোগিতা অধিক বৃষ্টিপাতের কারণে এবার ঈদুল আযহার আগে অনুষ্টিত হচ্ছেনা। প্রতিযোগীদের উপস্থিতি ও অনুষ্টানের সৌন্দর্য্যর বিষয়টি বিবেচনা করে শুক্ন মৌসুমে সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Leave a Reply