জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জে প্রায় আধা ঘন্টার কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে বাড়ি-ঘর, গাছপালা লন্ডভন্ড হয়েছে। বুধবার ভোরে প্রবল ঝড়ের আঘাতে উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন গ্রামে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। অনেকের কাঁচা ও আধাকাঁচা ঘর এবং ঘরের চাল উড়ে যায়। ভেঙ্গে পড়েছে অন্তত শতাধিক কাঁচা ঘর। উপড়ে পড়ে শত শত গাছ। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্থ হয়েছে বৈদ্যুতিক লাইন ও খুঁটি। এ কারণে ভোর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো উপজেলা।
এ নিয়ে জকিগঞ্জ জোনাল অফিসের ফেসবুক থেকে গ্রাহকদেরকে জানানো হয়েছে, কালবৈশাখী ঝড়ে বেশ কয়েকটি খুঁটি ভেঙে গেছে। বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্থ হয়েছে। মেরামতের কাজ চলছে। পুরো উপজেলায় বৈদ্যুতিক অবস্থা স্বাভাবিক করতে বেশী সময় লাগবে। পর্যায়ক্রমে সকল গ্রাহকের লাইন চালু হবে। রাত সাড়ে ৮ টার দিকে ৩৩ কেভি লাইনের কাজ করে জকিগঞ্জ শহর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লাইন সচল করা হয়। ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগে বিঘœ দেখা দেয়ায় গ্রাহকদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।
Leave a Reply