জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জ যুব সমাজসেবা সংস্থা সিলেটের উদ্যোগে প্রথম বারের মত বৃত্তি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুওে বাবুর বাজার জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করা হয়।
সংস্থার সভাপতি এনাম আহমদ খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আছাদ উদ্দিনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংস্থার সদস্য জুনেল আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিরেন্দ্র চন্দ দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলকার নাইন লস্কর, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কুতুব উদ্দিন, জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সিলেট মহানগর কৃষকলীগের সহ সভাপতি রেজাউল হক রাসেল, জকিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, মুক্তির চেতনা যুব সংগ্রামের সভাপতি হোসেন বাবর। স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ যুব সমাজসেবা সংস্থা সিলেটের সহ সভাপতি সালেহ আহমদ সাবু।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম রুহেল আহমদ লস্কর, বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, জাকির হোসেন, প্রচার সম্পাদক আছকার আহমদ, দপ্তর সম্পাদক উত্তম কুমার রায়, অর্থ সম্পাদক লিটন আহমদ, সদস্য জোবায়ের আহমদ, কাওসার হোসেন, আব্দুল মুকিত, শাহীন সুলতান, লোকমান আহমদ খাঁন, সিরাজুল হক খাঁন, সাব্বির আহমদ, জিয়াউর রহমান, আমিনুল ইসলাম, সুমন আহমদ, সাবলু আহমদ, আব্দুল্লাহ আল মাহমুদ, জুবায়ের আহমদ, হেলাল খাঁন জসিম, মাহফুজ আলম, শামিম আহমদ, আব্দুল আহাদ, সুলতান খাঁন, মাসুদ খাঁন, জাকির হোসেন, রুবেল আহমদ, সেলিম আহমদ প্রমূখ। অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে মেধার কোন বিকল্প নেই। আজকের প্রজন্মের শিশুরাই আগামী দিনে দেশ ও জাতির কর্ণধার। তাদের দিকে জাতি তাকিয়ে আছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। মেধা যাচাই ও বিকাশের লক্ষ্যে জকিগঞ্জ যুব সমাজসেবা সংস্থার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ বৃত্তি পরীক্ষা ধারাবাহিকতা বজায় রাখতে আয়োজক কমিটির সংশ্লিষ্টদের প্রতি বক্তারা আহবান জানিয়েছেন।
প্রসঙ্গত, কয়েকজন যুবকের উদ্যোগে জকিগঞ্জ যুব সমাজসেবা সংস্থা প্রতিষ্টা হওয়ার পর থেকে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ বছর প্রথম বৃত্তি কার্যক্রম শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৭৪ জন শিক্ষার্থী বিভিন্ন স্থরে বৃত্তি লাভ করেন।
Leave a Reply