জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জে প্রায় ৬ লক্ষাধিক টাকার ফেন্সিডিল আটক করেছে মানিকপুর বিজিবি ক্যাম্প। বৃহস্পতিবার রাত সাড়ে ৪টার দিকে সুলতানপুর ইউনিয়নের ইছাপুর এলাকার কুশিয়ারা নদীর তীর থেকে এ ফেন্সিডিল আটক করা হয়।
মানিকপুর বিজিবি ক্যাম্পের সুবেদার জাফর আহমদ এ তথ্য নিশ্চিত করে জানান, ভারত থেকে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে ঢুকবে এমন গোপন সংবাদে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানের সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টেরপেয়ে মাদক ব্যবসায়ীরা কুশিয়ারা নদীর তীরে ৭শ ৩৫ বোতল ফেন্সিডিলের বোতল ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৬ লক্ষাধিক টাকা বলে তিনি জানান।
Leave a Reply