জকিগঞ্জ টুডে ডেস্ক:: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারের প্রতিষ্ঠিত ‘হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের’ ৩৫তম মেধাবৃত্তি পরীক্ষা কাল বুধবার অনুষ্ঠিত হবে।
এবারের মেধাবৃত্তি পরীক্ষায় জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ১১টি ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণী পর্যন্ত দুটি কেন্দ্রে ১ হাজার ৭শত ৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এরমধ্যে জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭শ৪৩ জন ও ইছামতি উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ১০জন।
পরীক্ষা নিয়ন্ত্রক ও সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, মাধ্যমিক স্তরের পরীক্ষা শেষে ১২ জানুয়ায়ী শনিবার প্রাথমিক স্তরে ১৬০টি বিদ্যালয়ের ২ হাজার ৩ শত ৩১ জন পরীক্ষার্থী দু’টি উপজেলার ৯টি কেন্দ্রে অংশগ্রহণ করবে। পরীক্ষা সমূহ সুষ্টভাবে সম্পন্নে তিনি সকল মহলের সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply