জকিগঞ্জ টুডে ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে স্বর্ণপদক পাওয়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র জকিগঞ্জের জসির আহমদ বুধবার শাবিতে প্রভাষক পদে যোগদান করেছেন। এর আগে তিনি কানাডার মনিটবা বিশ্ববিদ্যালয়ে যুক্ত ছিলেন। একই দিনে তাঁর স্ত্রী গতকাল নর্থইষ্ট মেডিকেলে যোগদান করেন।
জসির আহমদ শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে ২০১২ সালে স্নাতক সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি স্কলারশিপ নিয়ে কানাডার ইউনিভার্সিটি অব মেনিটোবায় পার্টিকেল ফিজিক্সে পিএইচডি করেন।
২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করা জসির আহমদ জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের গঙ্গাজল গ্রামের আবদুল লতিফ তাপাদারের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট জসির। অন্য দুই ভাইয়ের মধ্যে বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী শিল্পপতি জাকির হোসেন কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী সদস্য ও সিলেট জেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি ছিলেন। মেজ ভাই নাসির আহমদ যুক্তরাষ্ট্র প্রবাসী।
Leave a Reply