জকিগঞ্জ টুডে ডেস্ক:: সিলেট নগরীর চৌহাট্টাস্থ আলিয়া মাদরাসা মাঠে শনিবার বিকালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদানকালে সিলেট-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক এমপি ড. হাফিজ আহমদ মজুমদার বলেছেন, বিশ্বের অনেকগুলো দেশ থেকে আমরা সৌভাগ্যবান। আমাদের দেশ এবং আমরা ভাগ্যবান কারণ আমরা স্বাধীন দেশের নাগরিক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বেই আমরা স্বাধীনতা পেয়েছি। শেখ মুজিবের স্বপ্ন ছিলো সোনার বাংলা গড়া কিন্তু ঘাতকেরা তা হতে দেয়নি। তবে আমরা সৌভাগ্যবান যে আমরা শেখ মুজিবের যোগ্য উত্তরসূরি শেখ হাসিনাকে পেয়েছি। তার নেতৃত্বে উন্নয়ন দেশে ব্যপক উন্নয়ন সাধিত হয়েছে। তিনি (শেখ হাসিনা) কৃষি উন্নয়নে বিপ্লব ঘটিয়েছেন। শেখ মুজিব আমাদের স্বাধীনতা দিয়েছেন আর শেখ হাসিনার নেতৃত্বে আমরা অর্থনৈতিক মুক্তি পেয়েছি।
সিলেট-৫ আসনের জকিগঞ্জ-কানাইঘাটবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের অনুরোধেই আপনাদের কথা চিন্তা করেই এই বৃদ্ধ বয়সেই আমাকে আবারো নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ তারিখের নির্বাচনে আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।
Leave a Reply