জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জের ইউনিয়ন অফিস বাজারে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি বলেছেন, জকিগঞ্জ-কানাইঘাটে অনেক উন্নয়নমুলক কর্মকান্ড করেছি। বড় কয়েকটি প্রকল্প ইতিমধ্যে শেষ হয়েছে অনেক প্রকল্পের কাজ এখনো অসমাপ্ত রয়েছে। অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে ৩০ ডিসেম্বর লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আমাকে আবারো নির্বাচিত করলে সিলেট-৫ আসনের দুটি উপজেলাকে মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত করবো।
পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সাবেক জেলা আইন কর্মকর্তা গিয়াস উদ্দিন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সাব্বির আহমদ, সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বাহার খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, ইকবাল হোসেন, সিলেট মহানগর যুব সংহতির সাধারন সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, সহিদুর রহমান তাহের, জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক ফারুক, মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব উদ্দিন চৌধুরী, জালাল উদ্দিন, নাজিম মেম্বার, ওলিউর রহমান, ময়নুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির জালাল উদ্দিন, তাজুল ইসলাম তাজু, ছাত্র সমাজ নেতা রুহুল আমিনসহ উপজেলা জাপা ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মানুষের উপস্থিতে সেলিম উদ্দিন এমপির পথসভা এক পর্যায়ে জনসভায় রূপ নেয়।
Leave a Reply