জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জে নৌকা মার্কায় গণজোয়ার সৃষ্ঠি করতে সেন্টার কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে সুলতানপুর ইউনিয়নের ঘেছুয়া সেন্টার কমিটির উদ্যোগে আওয়ামীলীগে সদ্য যোগদানকারী নেতা সাবেক মেম্বার সিরাজ উদ্দিনের বাড়ীতে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকার আতাউল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, সুলতানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু, উপজেলা আওয়ামীলীগ নেতা নোমানুর রশিদ, টিটু চৌধুরী, ইউপি জাপার সভাপতি আব্দুস সালাম। বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি চেরাগ আলী, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবুল খায়ের, যুগ্ম সম্পাদক আবুল কালাম, উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি শাহারিয়া হক, উপজেলা যুবলীগ নেতা আতিকুর রহমান, শাব্বির আহমদ, শিক্ষক জুনেদ আহমদ, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম সাহেদ, রুমেল আহমদ, আদনান তাপাদার, জাকির হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সারাদেশে নৌকা মার্কায় গণজোয়ার সৃষ্ঠি হয়েছে। দেশের মানুষ দুর্নীতি ও ক্ষুধা মুক্ত উন্নয়নশীল বাংলাদেশ গড়তে ৩০ ডিসেম্বর নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করবে। আমরাও ঘেছুয়াবাসী আমাদের সেন্টারসহ সুলতানপুর ইউনিয়নের প্রতিটি ভোট সেন্টারে বিপুল ভোটে নৌকা মার্কাকে বিজয়ী করবো। জনগনের গণরায় নিয়ে এবারো আওয়ামীলীগ সরকার গঠন করবে।
এদিকে, ঘেছুয়া সেন্টার কমিটির সভা শেষে গঙ্গাজল সেন্টার কমিটির নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগ মতবিনিময় করে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
Leave a Reply