জকিগঞ্জ টুডে ডেস্ক:: সিলেট-৫(জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিদ্রোহীসহ মহাজোট-ঐক্যফ্রন্টের ৮ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বুধবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন, মহাজোটের শরিকদল জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার, বিএনপি মনোনীত প্রার্থী কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ চাকসু মামুন, বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিকদল জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছেন, রমনা শাহবাগ থানা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ফয়জুল মুনির চৌধুরী, বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়ে মনোনয়ন জমা করেছেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রবাসী শরিফ লস্কর, বিএনপির জোটের শরিকদল জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক, ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এমএ মতিন চৌধুরী। মনোনয়নপত্র জমার সময় সকল প্রার্থীর সাথেই বিপুল সংখ্যাক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
Leave a Reply