বিমানবন্দরে হঠাৎ ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ

বিমানবন্দরে ওবায়দুল কাদের ও মির্জা ফখরুলের কি কথা হলো?

বিমানবন্দরে হঠাৎ দুই নেতার সাক্ষাৎ। একজন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অন্যজন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । হাসিমুখে কুশল বিনিময়ের সঙ্গে সঙ্গে কথাও হয়েছে দুই নেতার। গতকাল নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের লাউঞ্জে মুখোমুখি হন তারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর ওবায়দুল কাদেরের সঙ্গে বিএনপি মহাসচিবের এটি প্রথম মুখোমুখি সাক্ষাৎ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে থাকার সময় আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে টেলিফোনে কথা হয়েছিল মির্জা ফখরুলের।

গতকাল সৈয়দপুর যেতে একই বিমানের টিকিট ছিল দু’জনেরই। আসনও ছিল কাছাকাছি। কিন্তু মির্জা ফখরুল পারিবারিক কারণে ওই ফ্লাইটে যাত্রা বাতিল করে পরের একটি ফ্লাইটে যান। দুই নেতার প্রথম সাক্ষাতের সুযোগটি না হলেও ফিরতি পথে দেখা পান একে অন্যের। উপস্থিত আওয়ামী লীগ নেতারা মানবজমিনকে জানিয়েছেন, রংপুরে হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হিন্দু বসতি পরিদর্শন শেষে ঢাকার পথে ফ্লাইট ধরার জন্য ওবায়দুল কাদের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন। লালমনিরহাটে দলীয় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকায় ফিরতে বিমানবন্দরে অন্য একটি কক্ষে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তা জানতে পেরে ওবায়দুল কাদের নিজেই মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করতে যান। ওবায়দুল কাদের প্রথমে মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে জানতে চান-‘কেমন আছেন ভাই’। জবাবে মির্জা ফখরুল হাত মিলিয়ে বলেন, ‘আপনি কেমন আছেন ভাই’। এসময় ওবায়দুল কাদের বলেন, ঢাকা এয়ারপোর্টে আপনার অপেক্ষা করলাম। শুনলাম আপনি আসছেন না। আসলে ভালো হতো। কথা বলা যেতো। যেহেতু রাজনীতি করি। আলাপ-আলোচনার পথ খোলা রাখা ভালো। কথা বলাও দরকার। প্রায় দুই মিনিটের কথোপকথনের পর ওবায়দুল কাদের বলেন, যাই বিমান রেডি। এসময় মির্জা ফখরুল ধন্যবাদ বলে তাকে বিদায় জানান। ইউএস বাংলার ফ্লাইটে সেতুমন্ত্রী ঢাকা আসেন। ১০ মিনিট পরে নভো এয়ারের আরেকটি ফ্লাইটে মির্জা ফখরুল ঢাকা ফেরেন। সাক্ষাতের সময় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন। সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিমানবন্দরে দুইজনের সাক্ষাৎ হয়েছে। তারা কুশল বিনিময় করেছেন। এটি ছিল মূলত সৌজন্য সাক্ষাৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর