জকিগঞ্জ টুডে ডেস্ক:: ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে জকিগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আব্দুল্লাহ আল মেহেদীর সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, আব্দুস সালাম চৌধুরী পানু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, সাংবাদিক এখলাছুর রহমান, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, পৌর কাউন্সিলর মাসুদ আহমদ প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবীদ, এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক একটি ভয়ানক মরণব্যাধি এবং এ রোগে মৃত্যুর হার শতভাগ। পৃথিবীর কোথাও না কোথাও প্রতি দশ মিনিটে একজন এবং প্রতিবছরে প্রায় ৫৫ হাজার মানুষ জলাতঙ্ক রোগে মারা যান। জলাতঙ্ক রোগটি মূলত কুকুরের কামড় বা আচঁড়ের মাধ্যমে ছড়ায়। এছাড়া বিড়াল, শিয়াল, বেজী ও বানরের কামড় ও আচঁড়ের শিকার হয়ে থাকে যাদের মধ্যে বেশীর ভাগই শিশুরা। বাংলাদেশে ২০১০ সালের আগে প্রতিবছর ২ হাজার মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে এমনকি গোবাদি পশু মারা যেত। কিন্তু সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রচেষ্টায় এই রোগগুলি নিয়ন্ত্রণে আনার জন্য ২০১৬ সালের মধ্যে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা শতকরা ৯০ ভাগ কমিয়ে আনা এবং ২০২২ সালের মধ্যে জলাতঙ্কমুক্ত করার ঘোষণা দেয়া হয়েছে। এই জলাতঙ্ক রোগ নিরাময়ে জনসচেতনতার কোনো বিকল্প নেই বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
Leave a Reply