জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জের বাবুর বাজারের বিভিন্ন স্থানে বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিনের বরাদ্ধকৃত স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে।
বুধবার বাবুর বাজারে স্ট্রিট লাইট স্থাপন উপলক্ষে এক অনুষ্ঠান হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুর বাজার বণিক সমিতির সভাপতি মোশারফ হোসেন সরফ, সাধারণ সম্পাদক ও জাপা নেতা আব্দুস সালাম, সুলতানপুর ইউপির সদস্য ও জাপা নেতা নাজিম উদ্দিন, যুগান্তর প্রতিনিধি আল হাছিব তাপাদার, সুলতানপুর ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক ওলিউর রহমান, জকিগঞ্জ ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাবু প্রমূখ। সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে বাজারের ব্যবসায়ী, রাজনীতিবীদ ও সমাজসেবীরা বাবুর বাজারের বিভিন্ন স্থানে সেলিম উদ্দিন এমপির বরাদ্ধকৃত সৌর প্যানেলের স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন করেন।
এ সময় বক্তারা বলেন, সেলিম উদ্দিন এমপি সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। গ্রামে’গঞ্জে, হাটবাজারে, শিক্ষাপ্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেছেন। জকিগঞ্জ-কানাইঘাটবাসীর যেকোন সমস্যা সমাধানে তিনি আন্তরিক। এদিকে বাবুর বাজারের ব্যবসায়ীদের সুবিধার্তে সেলিম উদ্দিন এমপি স্ট্রীট লাইট বরাদ্ধ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক চেয়াম্যান প্রার্থী জাপা নেতা সমাজসেবক জালাল উদ্দিন।
Leave a Reply