জকিগঞ্জ টুডে ডেস্ক:: সিলেট-০৫ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিনের বরাদ্ধকৃত সোলার প্যানেল জকিগঞ্জে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার সুলতানপুর ইউনিয়নের নয়টি মসজিদে ও ১৪ টি পরিবারের মধ্যে এ সোলার প্যানেলগুলো বিতরণ করা হয় গঙ্গাজল বাজারস্থ জাপার কার্যালয়ে।
এ উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুলতানপুর ইউপির সদস্য ও জাপা নেতা নাজিম উদ্দিন, সুলতানপুর ইউপির সদস্য ও জাপা নেতা শামিম আহমদ, যুব সংহতির যুগ্ম আহবায়ক রুবেল আহমদ, মাওলানা আব্দুশ শুক্কুর, মাওলানা আব্দুল মান্নান প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সেলিম উদ্দিন এমপি জকিগঞ্জ-কানাইঘাটে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের অনেক প্রাণের দাবী বাস্তবায়ন করেছেন। তিনি নির্বাচনী এলাকার মানুষের বড় বড় সমস্যাগুলো সমাধান করতে বদ্ধপরিকর।
অন্যদিকে সুলতানপুর ইউনিয়নের মসজিদে ও সাধারণ মানুষের বসতঘরে সোলার প্যানেল উপহার দেয়ায় বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক চেয়াম্যান প্রার্থী সমাজসেবক জালাল উদ্দিন।
Leave a Reply