জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জ ঐক্য পরিষদ ফান্সের উদ্যোগে জকিগঞ্জের বন্যা কবলিত বিভিন্ন এলাকার লোকজনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ত্রাণ বিতরণ উপলক্ষে কালিগঞ্জ বাজারস্থ একটি মার্কেটে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতাহির আলীর সভাপতিত্বে ও ব্যবসায়ী আব্দুস ছুফান বাবুর পরিচালনায় এক অনুষ্ঠান হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব আহমদ চৌধুরী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাবেক মেম্বার কবির আহমদ, রাজনীতিবীদ ইসমাইল হোসেন সেলিম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কালিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি এম এ করিম, সাধারন সম্পাদক আবুল হোসেন খাঁন, অর্থ সম্পাদক আব্দুল বাছিত চৌধুরী বাচ্চু, রাজনীতিবিদ মাজহারুল ইসলাম সেলিম, হাসান আহমদ, মানিকপুর ইউনিয়ন সদস্য আব্দুল আহাদ, আব্দুল কাদির, ব্যবসায়ী আব্দুল মন্নান মনাফ, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির, ব্যবসায়ী ময়নুল হক, আব্দুল হান্নান, আব্দুল কাদির, আব্দুল মুতলিব।
সহযোগিতায় ছিলেন, আব্দুল হালিম, রুহুল আমিন, এনামুল হক, নাছির উদ্দিন, নাজিম উদ্দীন, আরাফাত হোসেন প্রমূখ।
ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বক্তারা জকিগঞ্জ ঐক্য পরিষদ ফান্সের সভাপতি খালেদ আহমদ, সাধারন সম্পাদক কবির উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল মুহিবসহ কমিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
Leave a Reply