জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার দুপুর ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে নবাগত ইউএনও বিজন কুমার সিংহ জকিগঞ্জে দায়িত্বপালন করতে সকলের সহযোগীতা চেয়ে বলেন, জকিগঞ্জে সুন্দরভাবে দায়িত্ব পালনে সাংবাদিকসহ সকল মহলের সহযোগীতা প্রয়োজন। সকলের সহযোগীতা নিয়ে উপজেলার সকল সমস্যা সমাধানে তিনি ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক সিলেটের ডাক এবং ইনকিলাবের প্রতিনিধি বদরুল হক খসরু, কালেরকন্ঠ ও সবুজ সিলেটের প্রতিনিধি আল মামুন, আমাদের সময় ও জালালাবাদের প্রতিনিধি এখলাছুর রহমান, সমকাল ও যুগভেরী প্রতিনিধি শ্রীকান্ত পাল, শুভ প্রতিদিনের প্রতিনিধি রহমত আলী হেলালী, মানবজমিন প্রতিনিধি রিপন আহমদ, জকিগঞ্জ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না, যুগান্তর ও উত্তরপূর্বের প্রতিনিধি আল হাছিব তাপাদার, জকিগঞ্জ নিউজের কেএম মামুন, সিলেটের মানচিত্রের মেহেদী হেলাল।
Leave a Reply