জকিগঞ্জ টুডে ডেস্ক:: খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ২০ দলীয় জোটের শীর্ষনেতা মো. মুনতাসির আলী বলেছেন, ক্ষমতার জন্য আজ এদেশে সব কিছুই করা হচ্ছে। গোষ্টী স্বার্থের জন্য মানুষের ভোটের অধিকার হরণ করা হচ্ছে। দলীয় স্বার্থের জন্য বিচার বিভাগকে কুক্ষিগত করার অপ্রয়াস চলছে। এদেশে খোদ প্রধান বিচারপতি বিচার পাননি। জাতীয় সম্পদ লুট-পাটকারীদেরকে আইনগতভাবে দায়মুক্তির ব্যবস্থা করা হচ্ছে। এসব নিয়ে কথা বললে এখন আর কারাগারে না পাঠিয়ে খুন ও ঘুম করা হয়। দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। এ জন্য একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কোন বিকল্প নেই।
তিনি শনিবার জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খেলাফত মজলিস মানিকপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মানিকপুর ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা রশিদ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ আসলাম উদ্দিনের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিস নেতা আব্দুল হামিদ জালাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম ছাত্র পরিষদের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুর রব, খেলাফত মজলিস সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগর সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা মুখলিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন। বক্তব্য রাখেন ছাত্র মজলিস সিলেট জেলা (পশ্চিম) শাখার সভাপতি জারির হোসাইন, সিলেট জেলা শ্রমিক মজলিসের সভাপতি মোহা. আব্দুল কাইয়ুম, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বির, সহ সভাপতি মাওলানা আব্দুস সবুর, মাওলানা সালেহ আহমদ, মাওলানা নাজমুল ইসলাম লস্কর, মাওলানা আব্দুল জলিল ছাহেব জাদায়ে মামরখানী, জুবায়ের আহমদ চৌধুরী আলমগীর, সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, সহ সাধারণ সম্পাদক শাহ আলম শাহীন, মাওলানা আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল হালিম, সাবেক ছাত্রনেতা হাফিজ সমরুল ইসলাম, রহমত আলী হেলালী, মাওলানা আবুল হোসেন, হাফিজ এনামুল হক, মকবুলে মাওলা, ছাত্র মজলিস সিলেট জেলা (পূর্ব) শাখার প্রচার সম্পাদক সাদিকুর রহমান, জকিগঞ্জ উপজেলা (পূর্ব) শাখা সভাপতি নাঈম উদ্দিন তাপাদার, জকিগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখা সভাপতি মুজিবুর রহমান, সেক্রেটারী এম. সাইফুর রহমান ও ছাত্রনেতা আমিনুল করীম প্রমূখ।
Leave a Reply